Home SPORTS মুখোমুখি হায়দ্রাবাদ চেন্নাই

মুখোমুখি হায়দ্রাবাদ চেন্নাই

120
0

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।

বৃহস্পতিবার আইপিএল এ ২২ গজের যুদ্ধে ‘সানরাইজার্স হায়দ্রাবাদে’র মুখমুখি হতে চলেছে ‘চেন্নাই সুপার কিংস’।

আজ সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে শুরু হবে এই ম্যাচ।

২ দলের জন্যই আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আইপিএল তালিকায় ১৬ পয়েন্টের সঙ্গে এই মুহূর্তে ১ নম্বর স্থানে রয়েছে ‘চেন্নাই সুপার কিংস’।

তবে তার ঠিক পরেই ১৬ পয়েন্টের সঙ্গে ২ নম্বরে ঘারে নিশ্বাস ফেলছে ‘দিল্লি ক্যাপিটালস’।

গতকালের জয়ের পর তার ঠিক পরেই ১৪ পয়েন্টের সঙ্গে ৩ নম্বরে রয়েছে ‘রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু’।

ফলে নিজেদের সেরার স্থান দখলে রাখার জন্য আজকের ম্যাচে জয় আবশ্যক চেন্নাইয়ের।

অপর দিকে ৪ পয়েন্টের সঙ্গে তালিকায় সবার নীচে রয়েছে ‘সানরাইজার্স হায়দ্রাবাদ’।

ফলে আজকের ম্যাচে জয় তাদের কাছেও খুবই জরুরি।

ফলে ২ দলের জন্যেই আজকের ম্যাচে জয় আবশ্যক।

এখন দেখার অবশেষে শেষ হাসি কে হাসে।

Previous article‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’!
Next articleভারতের করোনা আপডেট