Home HEADLINE STORY করোনায় মর্মান্তিক পরিণতি

করোনায় মর্মান্তিক পরিণতি

8
0

করোনার ভয়াবহতা প্রতিমুহূর্তে চাক্ষুষ করছে দেশের মানুষ।

কিন্তু তা বলে এধরণের মর্মান্তিক পরিণতি বোধকরি প্রথম।

সাক্ষী থাকল বুধবার সকালের কলকাতা।স্থান অন্যতম ব্যস্ত ও জনবহুল অঞ্চল হাজরা।

বাড়ির তিন সদস্য করোনা পজিটিভ।হোম আইসোলেশানে রয়েছেন তারা।

পরিবারের প্রবীন সদস্যটিও অসুস্থ।তিনি অন্য ঘরে থাকতেন। এই অবস্থায়  আতঙ্কে বারান্দা থেকে কাপড় বেঁধে বেরোতে গিয়ে তিনতলার ছাদ থেকে

পড়ে মৃত্যু হল সেই বৃদ্ধের?নাকি আত্মহত্যার চেষ্টা?

ধন্দে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা।সকালে ওই বহুতল থেকে কাপড় দিয়ে বেশ কিছুক্ষণ ঝুলতে দেখা যায় তাঁকে।

স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।এদিন তিনতলার  বারান্দা থেকে কাপড় বেঁধে বেরিয়ে আসার বা আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিক অনুমান।

বেশ কিছুক্ষণ ঝোলার পর তিনি বহুতলের নিচে গাড়ির শোরুমের বাইরে

দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ছাদে এসে পড়েন

এবং তারপর সেখান থেকে মাটিতে পড়ে যান।

তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

ঘটনাস্থল থেকে তারা নমুনা সংগ্রহ করেছে।

দেহটির ময়নাতদন্ত করা হবে।

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্কিত রাজ্যের মানুষ।কিন্তু করোনা আতঙ্কের  এই করুণ পরিনতিতে হতবাক সবাই।

Previous articleশঙ্খ ঘোষের জীবনাবসান
Next articleঅক্সিজেন লিক করে মৃত্যু নাসিকে