করোনা মহামারীর মধ্যেই এবার ভয় বাড়াচ্ছে ডেঙ্গুর নয়া উপসর্গ।
ইতিমধ্যেই দেশ জুড়ে ভয়াবহ প্রভাব বিস্তার করতে শুরু করেছে ডেঙ্গুর ‘ডি ২’ উপসর্গ।
বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃদ্ধি পাচ্ছে ‘ডি ২’ উপসর্গের প্রকোপ।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশে প্রভাব বিস্তার করেছে এই জ্বর।
শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় দেশের মোট ১১ টি রাজ্যে ডেঙ্গুর এই প্রভাব লক্ষ্য করা গিয়েছে।
এর মারত্মক প্রভাব এতটাই বেশি যে এর ফলে রোগীর অভ্যন্তরীণ রক্তপাতও হতে পারে।
এই রোগের বিষয়ে এক ডাক্তার বলেন, “এই রোগ এতটাই মারাত্মক যে এর ফলে রোগীর ভয়াবহ মাত্রায় জ্বর, গা-হাত-পা ব্যাথা এবং বমি হবে। এছাড়াও শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি হবে। যার ফলে শক সিন্ড্রম দেখা দিতে পারে রোগীর”।
এই জ্বরের থেকে প্রথম থেকেই সাবধান হন।
বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না।
পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পারিপার্শ্বিক পরিবেশ।
যতটা সম্ভব মশার থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুতি নিন।