Home DISTRICTS ভোরে মেচেদায় আগুন, মৃত ২

ভোরে মেচেদায় আগুন, মৃত ২

277
0

মেচেদাঃ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে

ছাই  ১৫ টি বাড়ি। পুড়ে  মৃত্যু হয়েছে বাবা ও মেয়ের।

পুলিশ জানিয়েছে মৃত দুজন গোকুল বর (৫৫) ও মল্লিকা বর (১৭)। আহত

আরও বেশ কয়েকজন।

জানা গেছে, বুধবার ভোরে মেচেদা ব্রীজ সংলগ্ন একাধিক ঝুপড়ি বাড়ি রয়েছে।

কাজে যাওয়ার আগে রান্নার কাজ চলছিল।

আচমকাই একটি ঝুপড়িতে আগুন লেগে যায়।

সেই আগুন মুহূর্তের মধ্যে পাশাপাশি একাধিক ঝুপড়িতে ছড়িয়ে পড়ে৷ খবর

পেয়ে ছুটে আছে দমকলে দুটি ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ বাহিনী।

আগুনের তীব্রতা এতই ছিল দ্রুতার সঙ্গে ঝুপড়ি বাড়িতে ছড়িয়ে পড়ে।

 

যখন আগুন লাগে  সবাই ঘুমে আচ্ছন্ন ছিল। অসুস্থ থাকার কারণে ঝুপড়ি বাড়ি

থেকে বের হতে পারেনি বাবা ও মেয়ে। অগ্নিদদ্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনার আহত

হয়েছে একাধিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া

হয়েছে।

কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা বলেন ” অগ্নিকাণ্ডে ফলে ১৫ টি বাড়ী

ভূষিভূত হয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। দমকল বাহিনী

দ্রুতদার সঙ্গে কাজ করছে। তদন্ত করে দেখা হচ্ছে “।

স্থানীয় বাসিন্দা চণ্ডীচরণ বেরা বলেন ” সকালে বস্তির লোক গিয়ে কাজে যাওয়ার আগে রান্না করছিল। কোন কারনে একটি বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুন অন্য বাড়িতে ছড়িয়ে যায়। একটি ঝুপড়িতে অসুস্থ ছিল বাবা ও মেয়ে বাড়ি থেকে বেরোতে পারেনি দুজনেই মৃত্যু হয়েছে “।

স্থানীয় বাসিন্দা শ্যামল সাহু বলেন ” একজন মহিলা রান্না করে, কাজে চলে যান। তারপরে আগুন লেগে যায়। ১৫ টি ঝুপড়ি বাড়ি পুড়ে গেছে। দু’জনের মৃত্যু হয়”।