Home HEADLINE STORY আকাশে বিমানে আগুন

আকাশে বিমানে আগুন

229
0

মাঝ আকাশে বিমানে লাগলো আগুন। জানা গিয়েছে বিমানের বাদিকের উইং এ  আগুন লাগে। বিমান টি পাটনা থেকে দিল্লির উদ্দেশ্যে  রওনা দেয়।

বিমানটি পাটনা বিমান বন্দর থেকে ওড়ার খানিক পড়েই আগুন লাগে। বিমানটিতে যাত্রী ছিলেন ১৮৫ জন যাত্রী।

আগুন লাগার সঙ্গে সংগেই বিমান টিকে জরুরি অবতরণ করানো হয়। তবে বিমান বন্দর সূত্রের খবর আগুন লাগার ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয় ক্ষতি হয়নি। যাত্রীরা সুরক্ষিত।

এদিকে পাটনা বিমান বন্দরে উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। কি কারনে আগুন লাগলো তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।