Home BUSINESS অনেকটা বাড়ল সোনা রুপার দাম

অনেকটা বাড়ল সোনা রুপার দাম

561
0

পঞ্চমীতে একধাক্কায় কলকাতার বাজারে অনেকটা বাড়ল সোনার দাম।

আজ ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি বৃদ্ধি পেয়ছে ১০ টাকা।

ফলে আজ ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৪,৬৪০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪,৯১০ টাকা।

রবিবার অনেকটা বৃদ্ধি পেয়েছে রুপার দামও।

আজ প্রতি কেজিতে রুপার দাম বৃদ্ধি পেয়েছে ৬০০ টাকা।

ফলে আজ রুপার দাম দাঁড়িয়েছে ৬১,৮০০ টাকা।

Previous articleসৌম্য লেন্সেই আঁকলেন
Next articleজ্বালানী তেল, পঞ্চমীতেও বৃদ্ধি