Home DISTRICTS হাওড়ায় স্বাস্থ্য -পরীক্ষা

হাওড়ায় স্বাস্থ্য -পরীক্ষা

51
0

জন স্বাস্থ্য নিয়ে ভাবনা আর সচেতনতা বৃদ্ধির সময় এসেছে। করোনা অতিমারীর দীর্ঘ প্রভাব পড়েছে আমাদের ওপর। স্বাভাবিক ও সাধারন  শারীরিক অসুস্থতার জন্য সঠিক চিকিৎসা অনেক ক্ষেত্রেই অবহেলিত হচ্ছে।

সঠিক সময়েই স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করল রিপোজ ক্লিনিক এন্ড রিসার্চ সেন্টার সংগে  হাওড়ার উৎপল ভৌমিক স্মৃতি গ্রন্থাগার। চলতি বছরের  ১২ ডিসেম্বর এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রেসার , সুগার , চক্ষু পরীক্ষা, খাদ্য তালিকা প্রস্তুত এর ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।

এই স্বাস্থ্য পরীক্ষা শিবির ঘিরে মানুষের আগ্রহ বাড়াতে বিশেষ দায়িত্ব নিয়েছিল উৎপল ভৌমিক স্মৃতি গ্রন্থাগারের তরফ থেকে বিশিষ্ট সমাজ কর্মী দীপশিখা ভৌমিক।

চ্যাটার্জীহাট  অঞ্চলের প্রতিটি পরিবারকে  স্বাস্থ্য পরীক্ষা ও এই শিবির সম্পর্কে  সচেতন করার লক্ষ্যে দীপশিখা ভৌমিক পৌছে যান পরিবারগুলির কাছে।

অনুষ্ঠানের দিন  ছিল তাই জন মুখর। মানুষের সাড়ায় ফের আরো একবার এমন শিবিরের আয়োজন করার কথা ভাবছেন উদ্যোক্তারা ।

 

Previous articleমাছ চাষে নারী শক্তির উন্মেষ
Next article#IntangibleHeritage তালিকায় দূর্গা পূজো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here