Home HELP US ! পাশে থাকুন !

HELP US ! পাশে থাকুন !

কঠিন সময় এর মধ্যে দিয়ে চলতে হচ্ছে আমাদের। তাই সোজা কথা সোজা ভাবে বলাটাই শ্রেয়। আমাদের মতো ছোট এই সংস্থা চালিয়ে নিয়ে যাওয়াটা প্রতিদিনের একটা চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জকে সামনে রেখেই , আমরা খবর পরিবেশন করে চলেছি। চলছে শনিবাসর এর মতো  সাহিত্য বিভাগ সম্পাদনার কাজ। স্বপ্ন একটাই। পাশে চাই  আপনাকে , আপনাদের। আপনাদের সাহায্য এই মুহুর্তে আমাদের খুব খুব প্রয়োজন। যদি মনে করেন আমাদের সামনে বন্ধুত্বের হাত টা বাড়িয়ে দেওয়া উচিত , তাহলে একটু ভাবুন আমাদের কথা। আমাদের লড়াই টা চালিয়ে নিয়ে যাওয়ার রসদ আর শক্তি দিন।

দেশের সহ নাগরিকদের জন্য 

আমাদের সদস্য হোনঃ  আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ । আমাদের সাবস্ক্রাইবার অর্থাৎ সদস্যতা গ্রহন করুন । আপনাদের পাশে থাকাটা খুব জরুরি  আমাদের কাছে। যারা ভারত থেকে অর্থাৎ দেশের সহ নাগরিক তাঁরা প্রতি মাসে মাত্র ১০০/- টাকা য় আমাদের সদস্যতা গ্রহন করুন। তিন মাস – ৩০০/- টাকা  । ছয়মাস-৬০০।- টাকা  । ১ বছরের সদস্যতা – ১২০০/- 

যারা সারা বছরের জন্য সদস্যতা গ্রহন করবেন তাঁদের প্রত্যেক কে আমাদের তরফ থেকে একটি সম্মান পত্র ও সদস্যতা বৈধ পরিচয় পত্র আমরা মেইল আইডি তে পাঠিয়ে দেবো।  সেই সঙ্গে ফেইসবুকে আমাদের যে অনুষ্ঠান গুলি টিকিট কিনে দেখার ব্যবস্থা করা হয়েছে , তা আপনাদের জন্য  সম্পূর্ন 

বিনামূল্যে। আমরা অতিথি টিকিট ইমেল মারফত পাঠিয়ে দেবো । 

আর বাকি সদস্যদের জন্য শুধু মাত্র সম্মান পত্র টিই আমরা পাঠাবো। 

প্রবাসীদের জন্যঃ 

আপনারা যারা পরবাসে, কিন্তু নিজ ভূমের কথা কখনো ভোলেন নি । আপনাদের পাশে আমরাও থাকতে চেয়েছি সবসময় আর আপনারাও আমাদের 

সঙ্গে রয়েছেন সবসময়। আমরা জানি। আরো একবার আপনাদের কাছে আমাদের অনুরোধ এই  মুহুর্তে আপনাদের পাশে থাকাটা আমাদের কাছে খুবই 

প্রয়োজনীয়। আপনারাও আমাদের সদস্যতা নিন। ৩ মাসের সদস্যতাঃ ৯০০/- । ৬ মাসের সদস্যতাঃ১৮০০/-। ১২ মাসের সদস্যতাঃ৩৬০০/- 

সদস্যতা গ্রহন করলে আমাদের তরফ থেকে আমরা আপনাকে সম্মান পত্র ও আমাদের বৈধ সদস্যতা পরিচিতি পত্র ইমেইল মারফত পাঠিয়ে দেবো। 

সেই সঙ্গে আপনার জন্য আমাদের ফেইসবুক পেইজ  এর যতগুলি Paid Program অনুষ্ঠিত হয় তার অতিথি পত্রও পাঠিয়ে দেব। 

কিভাবে আমাদের সদস্যতা গ্রহন করবেন?

এই লেখার শেষেই দেখুন একটি ফর্ম আছে সেটি ভরে সাবমিট করে দিন। তার আগে PAY NOW

বোতামটিতে ক্লিক করে আপনার যে কোনো মাধ্যমে সদস্যতার মূল্য প্রদান করতে পারেন। আর তা হয়ে গেলে ট্রান্সকাশন আই ডি টি নোট করে নিয়ে

ওপরের ফর্ম ভরার সময় বসিয়ে দিন। 

অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন আপনার সুরক্ষা বিষয়ে আমরা সজাগ। দেশের সবথেকে সুরক্ষিত পেমেন্ট গেটওয়ে ব্যবহার

করছি আমরা।                  

[vfb id=3]