July 29, 2021

মদ বিক্রির প্রতিবাদে বাড়িতে অ্যাসিড, আহত গৃহবধূ।

অ্যাসিড হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক গৃহবধু। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্তও ।

পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম নারায়ন মধু ওরফে নারু। বয়স  49 ।

জানা গেছে দীর্ঘদিন ধরে অশোকনগর থানার অন্তর্গত হরিপুর এলাকায় একটি টোটোয়  ঘুরে মদ বিক্রি করে ওই  অভিযুক্ত নারায়ন ।

সোমবার রাতে অভিযোগকারী গৃহবধূ নাম পরিবর্তিত পাপিয়া দাসের  (তানিয়া দাস) বাড়ির সামনে টোটো দাঁড় করিয়ে মদ বিক্রি করছিল

ওই অভিযুক্ত ।  তখন ই প্রতিবাদ করলে ওই গৃহবধূর সঙ্গে বচসা শুরু হয় ওই  মদ বিক্রেতার । পরবর্তীতে কিছুক্ষণ বাদে অ্যাসিড হামলা করে

অভিযুক্ত  । নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায় গৃহবধূ পায়ে বেশ কিছু জায়গায় অ্যাসিড পড়ে ক্ষত হয়েছে, অল্পের জন্য রক্ষা পায় গৃহবধূ।

রাতেই অভিযুক্তের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত ।

অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।ধৃতকে আজ দুপুরে বারাসত আদালতে তোলার কথা  ।