চোখের সামনে গোটা একটা বাজার চুরি হতে বসেছিলো। দুষ্কৃতিদের হাতে ছিল বেআইনি দলিল। সে অপকম্ম রুখলেন গ্রামের
পদ্মবিলের হাট বহু প্রাচীন। সেসময়ের জমিদারদের পাঁচ বিঘা জমি দানের উপরে এই হাট তৈরি হয়েছিল।
বসিরহাট ২ নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই প্রাচীন হাট।
ইছামতি নদীতে নৌকা চালিয়ে বহু কৃষক এই হাটে
সবজি ফসল নিয়ে আসতেন বিক্রির জন্য ।আজও দেখা যায় তেমন ছবি।
নিয়ম মেনে এই হাট বসে।
কিন্তু হঠাৎই জানা গিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী এই হাটের জমির চরিত্র বদল করে অর্থাৎ ভুয়ো দলিল বানিয়ে আদালতের দারস্ত হয়েছেন।
পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল বারিক মন্ডল গ্রামবাসী রেসালুল ইসলাম মন্ডল রা বলেন, হাট টাকে চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী।
এমন ঘটনা চাউড় হতেই স্থানীয় গ্রামবাসী থেকে কৃষক ব্যবসায়ীরা, গলায় প্লাকার্ড ফেস্টুন নিয়ে লড়লি হাসপাতাল মোড় অবস্থান বিক্ষোভ প্রতিবাদে বসেন।
তারা দাবি জানিয়ে বলেন দীর্ঘ প্রাচীন এই পদ্মবিলের হাট চক্রান্ত করে কিছু অসাধু ব্যবসায়ী ভুয়ো দলিল তৈরি করে হাটের জমি আত্মসাৎ করার চেষ্টা করছে।
ইতিমধ্যে প্রশাসনকে, বিএলআরকে পুরো বিষয়টিও জানিয়েছেন গ্রাম বাসীরা । বসিরহাট ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সুজিত কুমার বিশ্বাস বলেন বিষয়টা জানলাম। আমার নজরে আসলে আমি বিডিও এবং প্রশাসনকে নিয়ে তদন্ত করে দেখছি।
গ্রাম বাসীদের তরফ থেকে সংবাদ মাধ্যমকে বলা হয়েছে সরকার ব্যবস্থা না নিলে বড় সড় আন্দোলনে নামবে গোটা গ্রাম।