আগামি ১৬ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে দেওয়া হবে করোনা টিকা।
তবে প্রথম দফার করোনা টিকা থেকে বাদ পরল জনপ্রতিনিধিরা।
প্রথম দভায় শুধুমাত্র করোনাটিকা পাবেন প্রথমসারির করোনা যোদ্ধারা।
যাদের মধ্যে থাকবেন সরকারি ও বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা, পুলিশ, সাফাইকর্মী, সুরক্ষা বাহিনী, অন্যান্য আধাসামরিক বাহিনীর জওয়ান ও প্রথম সারির করোনা যোদ্ধারা।
সেই তালিকায় থাকবেনা জনপ্রতিনিধিরা।
সোমবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রথমদভায় দেশের ৩ কোটি প্রথমসারির জনপ্রতিনিধিদের দেওয়া হবে করোনা টিকা।
এছাড়াও তিনি জানান, আগামি কয়েকমাসের মধ্যে দেশের ৩০ কোটি জনগনকে করোনা টিকা দেওয়ার লক্ষমাত্রা পূরন করবে কেন্দ্র সরকার।
বিণামূল্যে দেওয়া হবে এই করোনা টিকা।