পুজো শেষ। এরপরই নমুনা পরীক্ষা বাড়তেই কলকাতা সহ এ রাজ্যে বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা।
আক্রান্তের সংখ্যা বাড়লেও সংক্রমনের হার সার্বিক ভাবে নাকি কিছুটা কম।পাশাপাশি
রাজ্যের ১১ জেলার দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ এর কম।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৮০,৫৩০ ।
শেষ ২৪ ঘন্টায় আক্রান্তের হদিশ মিলেছে ৬২৪ জন।
তবে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার কারন কলকাতা ও উত্তর ২৪ পরগোনা। শেষ ২৪ ঘন্টায় কলকাতায় ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি উওর ২৪ পরগোনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যাও ১০০ ছাড়িয়ে গিয়েছে।
তবে উওরবংগ এর কালিম্পং , ঝাড়গ্রাম, পুরুলিয়া , বীরভুম , মুর্শিদাবাদ
সহ ১১ জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ এরও কম।