ডেস্ক মিরর, নয়া দিল্লি : ইউক্রেন ও রাশিয়ার সংঘাতে ভারতের অবস্থানকে কেন্দ্র করে বরাবরই ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা। যুদ্ধের প্রথম থেকেই রাশিয়ার অশোধিত তেল ভারতে আমদানি নিয়ে আপত্তি জানিয়ে এসেছে মার্কিন রাষ্ট্র। আর তারই মাঝে এবার রুশ অস্ত্র কেনা নিয়েও অখুশির বার্তা দিলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। তা কার্যত স্পষ্ট প্রকাশ পেল সোমবার হওয়া ওয়াশিংটনে ভারত-আমেরিকার টু প্লাস টু বৈঠকে। এদিন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও বিদেশ মন্ত্রীর মধ্যে এই বৈঠক হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশ সচিব এস জয়শঙ্কর। অন্যদিকে তার সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।
এ দিনের বৈঠকে মার্কিন বিদেশসচিব আন্টিকে প্রশ্ন করা হয়, রুশ এস ৪০০ মিসাইল সিস্টেম কেনার জন্য ভারতের ওপর কি নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা? এই প্রশ্নের উত্তরে অ্যান্টনি জানান রাশিয়া, ইউক্রেনের উপর যা করছে সেই অত্যাচারের কথা চিন্তা করেই তারা সব দেশের কাছে আর্জি জানিয়েছেন রাশিয়া থেকে কোন অস্ত্র না কেনার। তবে এখনও নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি আমেরিকা।
যদিও একাংশের মতে , জয়শঙ্কর এবং রাজনাথের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে মার্কিন বিদেশ সচিবের এই হুংকার কার্যত ইঙ্গিত পূর্ণ বলেই মনে করা হচ্ছে।