ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত সংখ্যা 10,853 জন।
যা শনিবারের তুলনায় 0.7 শতাংশ কম।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, রবিবারের দিনের প্রথমার্ধেই নতুন সংক্রমনের সংগে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 3,43,55,536-এ পৌঁছেছে।
নতুন করে সর্বাধিক সংক্রমণ এর জন্য শীর্ষ পাঁচটি রাজ্য হল
কেরালা 6,546 নতুন করে , তারপরে তামিলনাড়ু 862 নতুন , পশ্চিমবঙ্গ এ নতুন 670 , মহারাষ্ট্র 661 এবং মিজোরামে নতুন করে 453 টি সংক্রমনের খবর মিলছে ।
এই পাঁচটি রাজ্য থেকে 84.69 শতাংশ নতুন করে সংক্রমনের রিপোর্ট করা হয়েছে।
নতুন কেসের 60.32 শতাংশের জন্য শুধুমাত্র কেরালা দায়ী।
এদিকে গত 24 ঘন্টায় দেশে 526 জনের মতো মৃত্যুর খবর পাওয়া গেছে।
সরকারি তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা বেড়ে 4,60,791 হয়েছে।
কেরালায় সর্বাধিক কোভিড ও কমোরবিডিটি র কারনে মৃত্যুর খবর মিলছে ৪৬৭ জন ও এরপর ই ঊঠে এসেছে এ রাজ্যের নাম । পশ্চিমবঙ্গে দৈনিক 14 জন মারা গেছে।
পাশাপাশি গত 24 ঘন্টায় মোট 12,432 জন রোগী সুস্থ হয়েছেন।ফলে সারা দেশে মোট
সুস্থতার সংখ্যা 3,37,49,900 এ এসে দাঁড়িয়েছে ।
এর সাথে, ভারতের সুস্থতার হার এখন দাঁড়িয়েছে 98.24 শতাংশে।
গত 24 ঘন্টায় ভারতে মোট 28,40,174 টি ডোজ দেওয়া হয়েছে।
যা 1,08,21,66,365 টি পরিচালিত ডোজগুলির মোট সংখ্যা নিয়ে আসে।
গত ২৪ ঘণ্টায় মোট ৯,১৯,৯৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।