সেনা প্রত্যাহার নিয়ে ফের বৈঠকে বসতে চলেছেন ভারত ও চিন সেনাবাহিনীর প্রধানরা।
পূর্ব লাদাখের চুসুল সেক্টরে শুক্রবার একাদশতম কম্যান্ডার স্তরে বৈঠকে বসবে দুই দেশ।
প্যাংগং এলাকায় সেনা প্রত্যাহার হলেও লাদাখের বাকি অংশে এখন মোতায়েন রয়েছে সেনা।
সেই প্রসঙ্গে বৈঠকে বসবেন ইন্দো-চিন সেনা প্রধানরা।
এদিন গোগরা, দেপস্যাং ও হট স্প্রিং-এর মতো অঞ্চল থেকে সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা করা হবে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি ভারত ও চিন সেনাবাহিনীর শীর্ষকর্তারা দশম দফার বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেন।
এই বৈঠকে ভারতে ভারতের তরফে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল পিজিকে মেনন।
গ্রীষ্মের আগেই দুই দেশের মধ্যে যাতে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা শেষ হয়,
সেই দিকেই জোর দেওয়া হচ্ছে বলে জানান ভারতীয় সেনার এক শীর্ষ আধিকারিক।