Home HEADLINE STORY বাতিল হল ইন্ডিয়ান ওপেন

বাতিল হল ইন্ডিয়ান ওপেন

21
0

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতের বিভিন্ন ক্ষেত্রে।

এবার করোনা ভাগ বসালো ব্যাডমিন্টনে।

করোনার জেরে এবছর স্থগিত রাখা হল ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

চলতি বছর ১১ থেকে ১৬ মে দিল্লিতে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এবং দিল্লি সরকারের সঙ্গে আলোচনা করে খেলা স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্লেয়ার ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই টুর্নামেন্ট স্থগিত করা হল।

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সচিব অজয় সিংহানিয়া বলেছেন,

“গতকাল অবধি এই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম।

তবে পরিস্থিতির অবনতি হয়েছে এবং দিল্লি সরকারের লকডাউনের সিদ্ধান্তের জন্য

আমাদের কাছে টুর্নামেন্ট স্থগিত করা ছাড়া কোনও বিকল্প রইল না”।

করোনা সংক্রমণ বাড়ার জন্য রিও অলিম্পিকে সোনাজয়ী ক্যারোলিনা মারিনসহ বেশ কয়েকজন শাটলার

অলিম্পিকের যোগ্যতা অর্জন ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

২২৮ জন শাটলারের ইন্ডিয়া ওপেনে অংশ নেওয়ার কথা ছিল।

কোচ, সাপোর্ট স্টাফ মিলিয়ে প্রায় ৩০০ জনের উপস্থিতিতে এই ইভেন্ট আয়োজন করা ঝুঁকি হয়ে যাবে বলেই

তা স্থগিতের পথে হাঁটল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া।

এই টুর্নামেন্ট বাতিল করে দেওয়ায় কিছুটা হলেও চাপ বাড়ল সাইনা নেহওয়ালদের মতো শাটলারদের উপর।

যাঁরা এখনও টোকিও গেমসের জন্য যোগ্যতা অর্জন করেননি।

Previous articleভোট নয় কোভিড আগেঃমমতা
Next articleভার্চুয়ালে দরাজ মোদি