Home HEADLINE STORY বাংলাদেশ অসহিষ্ণুতার বাতাবরণ

বাংলাদেশ অসহিষ্ণুতার বাতাবরণ

111
0

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা ঘটেই চলেছে। এমন ই তথ্য সামনে আসছে বারবার। বিগত বেশ কয়েকদিনে হিংসার ঘটনায় মৃত্যুর ঘটনাও  ঘটেছে।

এদিকে খবর মিলেছে বাংলাদেশের উত্তর প্রান্তের রংপুর এর পীরগঞ্জ উপজেলায় ও দেশের সংখ্যালঘুদের প্রায় ২০ টি বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে ,

ফেসবুকে কোনো এক সংখ্যা লঘু অন্য ধর্মের অবমাননা করায়  রবিবার

রাতে একদল দুষ্কৃতি প্রথমে বাড়িগুলির ওপর হামলা ও তারপর আগুন জ্বালিয়ে দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবস্থা নিয়ন্ত্রনে আনে।

বাংলাদেশের অন্যতম প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লার ঘটনার জেরে গত বুধবার থেকে বাংলাদেশের  ১০ জেলায় পুজো মন্ডপ ,

মন্দির , বসতবাড়ি , ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলির ওপর হামলার ঘটনা ঘটেছে।

সারা দেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত ২৮ টি মামলায়

৯ হাজার ৫২৫ জঙ্কে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে জামায়াত – বিএনপির কয়েকজন নেতাও সামিল রয়েছে বলে খবরে প্রকাশ।

এর আগের হামলার মামলা নিষ্পত্তি হয়নি এখনো। 

হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের গৌর নদী উপজেলার

সম্পাদক প্রনব রঞ্জন দত্ত জানাচ্ছেন ২০০১ সালের ১ লা ও ৪ ঠা অক্টোবরেও

একধিক সংখ্যা লঘুর ওপর হামলা , নারী ধর্ষনের ঘটনা ঘটে।

সরকারি তরফে সরেজমিন তদন্ত হলেও মামলা রুজু হয় নি।

এরপর ২০১২ সালের ২৯ শে সেপ্টেম্বর কক্স বাজারে বৌদ্ধ পল্লীতে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এছাড়াও ২০১৪ ও ২০১৬ সালে যশোর ও ব্রাম্ভনবেড়িয়ায় হামলার ঘটনা ঘটে, তাঁর তদন্ত হলেও আজো অনেক মামলারই নিষ্পত্তি হয় নি বলে জানা গিয়েছে।

 

Previous articleAdipurush এর পর Shehzada কৃতি
Next articleপুজো শেষ হতেই বাড়ছে সংক্রমন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here