নতুন ব্যবস্থা এনেই বিপাকে twitter ! বৃহস্পতিবার সকাল থেকেই বেশ কয়েকটি পরিষেবা হটাৎ বন্ধ হয়ে যায় twitter এ।
আপেক্ষিক ভাবে টুইটার এর app ঠিক মতন চললেও , মাইক্রোব্লগিং এর ওয়েবসাইট গুলি খোলা বন্ধ হয়ে যায়।
ব্রাউসার সাইট এর সমস্যাই মূলত ভুগিয়েছে ব্যবহারকারীদের।”Something went wrong “থমকে দিয়েছে টুইটার এর স্বাভাবিকতা ।
এই সমস্যার কথা সামনে আশা মাত্রই twitter এই সমস্যার দায়স্বীকার করেছে।তারা বেশ কয়েকটি twit এর মাধ্যমে তাদের বিবৃতি দিয়েছে।
তারা জানিয়েছে যে কিছু ব্যবহারকারীর ব্রাউসার সাইট এর সমস্যা থাকলেও স্বাভাবিক গতিতেই চলবে সাধারণ টুইট এর পরিষেবা।
টুইটার কতৃপক্ষ এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেয় । কর্তৃপক্ষ জানায় যে এই ঘটনায় তারা দুঃখিত।
তারা সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়েছে খারাপ মুহুর্তেও মানুষ তাদের দূরে ঠেলে দেয় নি।
টুইটার এর পক্ষ থেকে ব্যবহারকারীদের এই সমস্যা যথাসম্ভব তাড়াতাড়ি মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দেয়া হয়েছে ।
বৃহস্পতিবার সকাল থেকে ব্যবহারকারীদের ভালো রকম ভোগালেও ,
তাদের প্রতিশ্রুতি মাফিক এই সমস্যা কতক্ষনে ঠিক হয় তা দেখার ।