Home DISTRICTS ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ

ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ

142
0

ফের  উত্তপ্ত কালিয়াগঞ্জ। সকাল ১১ টা থেকেই রাজ্যের বিরোধি   রাজনৈতিক শিবির তাদের কর্মসূচী ঘোষনা করেছিল আগেই । কিন্তু পুলিশ বিভিন্ন  পথেই  তাদের আটকে দেওয়ার চেষ্টা করলে বেশ উত্তেজনা ছড়াতে থাকে।

এর পাশাপাশি মঙ্গলবার কালিয়াগঞ্জ থানা ঘেরাওয়ের ডাক দেয় স্থানীয় বাসিন্দাদের কিছু অংশ। কালিয়াগঞ্জে কিশোরী ধর্ষণ করে খুনের প্রতিবাদে এমনিতেই মুখর গোটা কালিয়াগঞ্জ।

ফলে পুলিশি বাধার মুখে পরে  পুলিশকে লক্ষ্য করে চলল  ইটবৃষ্টি ।

থানা ঘেরাও ঘিরে সংলগ্ন এলাকায় দুপুর থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে । থানার সামনে বাসিন্দাদের বিক্ষোভ সামাল দিতে গিয়ে  রীতিমতো লাঠি হাতে তাড়া করে পুলিশ। এছাড়া পরিস্থিতি সামাল দিতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল।

কিছুক্ষণের ভিতরে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে।

একইদিনে রায়গঞ্জে এসপি অফিসে অভিযান করে বিজেপি । এই অভিযানের নেতৃত্ব দেন দেবশ্রী চৌধুরী,তাঁর নেতৃত্বে বিক্ষোভকারীরা এগোতে গেলে বাধা দেয়  পুলিশ।

এরপর বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে থাকে। পরিস্থিতির রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।