ডেস্ক মিরর, মুম্বই : দিন দিন পারফরম্যান্স খারাপ হচ্ছে বিরাট কোহলির। বিগত কয়েক বছর ধরে তার ব্যাটে সেঞ্চুরির দেখা মিলছে না। তবে ছন্দে ফেরার জন্য কোনও অংশে খামতি রাখছেন না তিনি। তবুও সাফল্য জানো ঠিক হাতের নাগালে এসে পৌঁছাচ্ছে না। তারকা এই ক্রিকেটারের ফ্রম নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে আনাচে-কানাচে আলোচনা শুরু হয়ে গেছে।
তবে মাঠের মধ্যে ছন্দে না থাকলেও মাঠের বাইরে খোশমেজাজে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। গতকাল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে উপস্থিত ছিলেন কোহলি। এই তারকা জুটিকে দেখা গেল ঐতিহ্যবাহী পোশাকে। যেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অনুষ্কা।
Virat Kohli & Shabaz Dancing 🕺🥳
Virat Looking So Happy ♥️@imVkohli@RcbianOfficial @RCBTweets#ViratKohli #RCB #Shabazahmed #ViratKohli𓃵 pic.twitter.com/UzX1UKV2Bd— Prajwal (@Prajwal2742) April 27, 2022
এর সঙ্গে এই বিয়ের অনুষ্ঠানে জনপ্রিয় পুষ্পা গানের তালে তালে নাচলেন কোহলি। যেই ভিডিও শেয়ার করেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্যারিবিয়ান ক্রিকেটার শেরফান রাদারফোর্ড। ভিডিওতে বিরাটের সঙ্গে একসঙ্গে অনেককেই কোমর দোলাতে দেখা গেছে । যেই ছবি এবং ভিডিও দেখে ভক্তদের মন ইতিমধ্যেই আনন্দে উৎসাহিত।