July 29, 2021

কলকাতার যৌন কর্মীদের পাশে নিউজার্সির প্রবাসীরা

 

বিদেশে থেকেও দেশের মাটির টানে আর শিকড়ে আটকে রয়েছেন নিউজার্সির একদল বাঙালি। এই অতিমারীতে ভোলেন নি দেশের মানুষের কথা।

ভোলেন নি অসহায় মানুষদের কথা।  কুমকুম , ইন্দ্রানী , সুমনা , সুচরিতারা মিলে গড়ে তুলেছেন কৃষ্ণা ফাইন্ডেশন। মানুষের পাশে বন্ধুত্বের বার্তা

নিয়ে কৃষ্ণা ফাউন্ডেশন কাজ শুরু করেছে। কৃষ্ণা ফাউন্ডেশন প্রাথমিক লক্ষ্য তাঁরা সমাজের অবহেলিত নারী আর শিশুদের জন্য কাজ করা , এমনটাই

জানাচ্ছেন  কৃষ্ণা ফাউণ্ডেশনের অন্যতম কার্যকরী  সদস্য কুমকুম সেন। তবে আগামী দিনে তাঁদের কর্মকান্ডের বিস্তার তো ঘটবেই।

ইতিমধ্যে তাঁরা কলকাতার যৌন কর্মীদের পাশে দাঁড়িয়েছেন সুদুর নিউজার্সি থেকে। তবে সঙ্গ পেয়েছে কলকাতার আরেক বন্ধু “কিডস সেন্টারের” ।

কিডস সেন্টারের রিনা দত্ত পোদ্দারও বিনা পারিশ্রমিকে  তার সহকর্মীদের নিয়ে কাজ করে চলেছেন  নিরলস,  গত বছরের অক্টোবর মাস থেকে

এখনো।

অতিমারীতে কালিঘাটের যৌন কর্মীদের অর্থনৈতিক বিপন্নতায় গত বছরের অক্টোবর মাস থেকে প্রতি মাসে দু বার রেশন ,  রান্না করা খাবারের

যোগান তো এরা করছেন । সঙ্গে শীতের সময় , পুজোর সময়ও তুলে দিয়েছেন জামাকাপড় । হাসি ফুটেছে শিশু দের মুখেও। এছাড়াও মহিলাদের স্বাস্থ্যের দিকেও নজর রয়েছে এদের।

কর্মসূচীতে রয়েছে আরো এক রাশ প্রকল্প।

তবে এমন কাজের সফল রূপায়নে দরকার সমাজের বাকি মানুষের স্বতস্ফূর্ততা । সেকারনেই কৃষ্ণা ফাউন্ডেশন এই চলতি বছরেই আগামী অক্টোবর

মাসে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে ।  মিরর নিউজ কুর্নিশ জানায় এমন উদ্যোগকে।

 

 


www.mirrornews.in  এর খবর সব সময় পেতে ডাউনলোড করুন আমাদের এন্ড্রোয়েড অ্যাপ ।

                                                                             বাড়িয়ে দাও তোমার হাত ……।

কঠিন সময় এর মধ্যে দিয়ে চলতে হচ্ছে আমাদের। আমাদের মতো ছোট এই সংস্থা চালিয়ে নিয়ে যাওয়াটা প্রতিদিনের একটা চ্যালেঞ্জ।

পাশে থাকুন আপনিও।  কিউ আর কোডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন অথবা পেমেন্ট বাটন টিকেও ক্লিক করে ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড বা

ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন