Home ENTERTAINMENT Adipurush এর পর Shehzada কৃতি

Adipurush এর পর Shehzada কৃতি

111
0

আপাতত ফ্লোরে সদা ব্যস্ত কৃতি শ্যানন। বলিউডের নজর কাড়া অভিনেত্রী ।  সবে মাত্র হাতের কাজ শেষ হয়েছে তাঁর ।

আদিপুরুষ এর শ্যুটিং শেষ হতে না হতেই কৃতি শ্যানন সোশ্যাল মিডিয়ায় ছবি আর ভিডিও  পোস্ট করে দিলেন নতুন ছবির জন্য তিনি মেকাপ নিচ্ছেন ।

ছবিতে  কৃতি লিখলেন শেহজাদা কি শেহজাদি কা ডে ওয়ান। সে ছবি দেখে শেহজাদা কার্তিক আরিয়ান রিপোস্ট না করে থাকতে পারলেন না। লিখেই ফেললেন শুরু কিজিয়ে ম্যায় আভি আয়া।

২০১৯ এ রোমান্টিক ছবি লুক্কা ছুপিতে কৃতি শ্যানন আর কার্তিক আরিয়ানের জুটি নজর কেড়েছিল।

তাই আগামী বছর ৪ ই  নভেম্বরে মুক্তি পেতে চলা কৃতি আর কার্তিক আরিয়ানের কেমিস্ট্রি এখন থেকেই ধোঁয়া তঈরি করবে এটাই স্বাভাবিক।

রোহিত ধাওয়ানের এই ছবিতে কৃতি , কার্তিকের পাশাপাশি মনীষা কৈরালা , পরেশ রাওয়াল এর মতো অভিনেতাদেরও দেখা মিলবে।

পুরোপুরি অ্যাকশন , গানে ভরা পারিবারিক এমন ছবির শ্যুটিং শুরু হবে দিল্লি ও মুম্বই এর বিভিন্ন লোকেশনে।

Previous article২৩ বছর ! বড়ে মিয়াঁ , ছোটে মিয়াঁর
Next articleবাংলাদেশ অসহিষ্ণুতার বাতাবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here