লাগাতার বৃষ্টিতে সিকিমের একাধিক এলাকায় ল্যান্ড স্লাইড এর খবর মিলল । ধ্বসের কবলে পর্যটক বোঝাই গাড়ি।
তারা সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।
পর্যটক বোঝাই ওই গাড়িটি একটি সেতু পার হতে গিয়ে সেতুটি ভেঙে যায় । গাড়িটি 5 হাজার ফুট উচ্চতার থেকে নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
গাড়ির মধ্যে তিন জন শিশু ছিল বলে সূত্রের খবর । পর্যটক বোঝায় গাড়িটি উত্তর সিকিম থেকে গ্যাংটক এর দিকে যাচ্ছিল।
পাহাড়ের উপর থেকে এত নিচে পড়ে যাওয়ায় তাদের বেঁচে থাকার সম্ভাবনা যে ক্ষীণ তা জানিয়েছেন সাধারন মানুষ।
উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন, উদ্ধার কার্য বাহিনী