করোনা আক্রান্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
92 বছর বয়সী বর্ষিয়ান এই শিল্পীর বয়সের কথা মাথায় রেখে তাকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে ICU তে রয়েছেন তিনি। শ্বাসকষ্ট ছাড়া নানা বার্ধক্য জনিত সমস্যার থাকার দরুন তাকে কড়া নজরদারিতে রেখেছেন চিকিৎসকরা।
এর আগে 2019 সালের নভেম্বরে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় বর্ষীয়ান এই শিল্পীকে। ভারতরত্ন পুরস্কার প্রাপক এরপর ধীরে ধীরে সেরে উঠেছিলেন।
কিন্তু আবার একবার হাসপাতালে ভর্তি হতে হল এই কিংবদন্তি কে। মনে করা হচ্ছে বাইরে থেকে আসা ঘনিষ্ঠদের মারফত সংক্রমণ হয়েছেন তিনি।
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সঙ্গীত সম্রাজ্ঞী । নেটিজেন থেকে ভক্তরা প্রার্থনা শুরু করেছেন সারা দেশ জুড়ে।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা প্লেব্যাক গাইকা হিসাবে বিবেচিত লতা মঙ্গেশকর । 2001 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন তিনি।
লতা মঙ্গেশকর পদ্মভূষণ, পদ্ম বিভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার, জাতীয় পুরস্কার সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। সাথে পেয়েছেন চলচ্চিত্র পুরস্কার ও।
বলিউডে থাবা বসিয়েছে করোনা সংক্রমণ। একের পর এক তারকা করোনা সংক্রমিত হচ্ছেন। বলিউডে একাধিক তারকা করোনার সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আসছে।