শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা প্রকাশিত হবে।
সূত্রের খবর,
একুশের বিধানসভা ভোটের প্রার্থীতালিকায় থাকবে চমক।
তবে তারকারা টিকিট পাবে।
প্রার্থীতালিকা প্রকাশের আগে সম্ভাব্য তালিকা প্রকাশিত হল।
সম্ভবত, উত্তর ২৪ পরগণা জেলার বীজপুরের প্রার্থী হতে পারেন হালিশহরের পরিচালক রাজ চক্রবর্তী।
হাওড়ার উত্তরের প্রার্থী হতে পারে ক্রিকেটার মনোজ তিওয়ারি।
নোয়াপাড়া থেকে লড়তে চলেছে সদ্য যোগদান করা গায়িকা অদিতি মুন্সী।
দেবাশিস কুমার রাসবিহারীতে প্রার্থী হবেন।
বিধাননগরের টিকিট দেওয়া হবে সুজিত বসুকে।
পানহাটি থেকে দাঁড়াচ্ছে মদন মিত্র।
দমদম থেকে ব্রাত্য বসু দাঁড়ানোর কথা উঠেছে।