Home HEADLINE STORY সোনারপুরে ফের ৩দিনের লকডাউন !

সোনারপুরে ফের ৩দিনের লকডাউন !

559
0

আশঙ্কা ছিলোই। হলোও তাই পুজোর পর থেকে ফের  লাফিয়ে বাড়তে শুরু করেছে  বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা।

করোনা আক্রান্তের সংখ্যা বেশ বেড়ে যাওয়ায় বাংলার দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে পৌরসভা এলাকায় তিন দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে। লকডাউন চলাকালীন শুধুমাত্র জরুরি পরিষেবাগুলিকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

সোনারপুর এলাকায় এখনও পর্যন্ত ১৯ টি কন্টেনমেন্ট জোন রয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)দুর্গোৎসবের পর পরেই  রাজ্যে কোভিড সংক্রমন  বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বঙ্গ সরকারকে একটি চিঠি লিখেছে।

চিঠিতে, ICMR উল্লেখ করেছে যে দুর্গা পূজার পর থেকে কোভিড আক্রান্তের সংখ্যা  কলকাতায় প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে।

গত ২৪  ঘন্টায়, শুধুমাত্র কলকাতায় ২৪৮ টি নতুন মামলা সামনে আসে। এবং 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যেই।

তবে  সোমবারই , রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ,যে রাজ্যে কোভিড  এর নতুন সংক্রমণ এর  বেশিরভাগই যাদের সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে  পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে কোভিড সংক্রমণ বৃদ্ধি  এবং মৃত্যুর পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে ।

Previous article৩কোটির টীকা,মহারাষ্ট্রের বড় সাফল্য
Next articleজলের রূপোলী ফসলের স্বপ্নেই দেবতনু