ইন্দিরা মন্ডল: এপ্রিল মাসের শুরুতেই পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে ভারতের রাজস্থানে ঢুকেছিল পঙ্গপাল।
মধ্যপ্রদেশের অর্ধেক ফসল নষ্ট করে তারা।
পরে উত্তরপ্রদেশ হয়ে ঢুকেছিল দিল্লিতে।
রাজস্থানের কৃষি মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান,
“২০১৯ সালে বিভিন্ন অঞ্চলে প্রজনন করে পঙ্গপাল।”
”তাদেরই বংশ থেকে এসেছে এই গোলাপি পঙ্গপালের দল।”
”এরা আগের চেয়ে আরও বেশি ফসল নষ্ট করবে।”
এর আগেও ২০১৯ সালে রাজস্থানের ১২ জেলায় পঙ্গপাল হানা দিলে ১ হাজার কোটি টাকার আর্থিক ফসল ক্ষতি হয়।
ইতিমধ্যেই ঝাঁসি জেলা প্রশাসন পঙ্গপাল ধ্বংস-এ দমকল বাহিনীকে রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছ।
ট্রাক্টর ও দমকলের গাড়ির সাহায্যে ক্যামিক্যাল স্প্রে করে পঙ্গপালের বিরুদ্ধে তীব্র লড়াই করেছে কেন্দ্রের দুই বাহিনী ও উত্তরপ্রদেশের কৃষি দফতরের বাহিনী।
হিসাব বলছে এখনও পর্যন্ত এই পঙ্গপাল ৮ হাজার কোটি টাকার ফসল নষ্ট করেছে।
ধ্বংস করেছে সব্জির নার্সারিও ।
এই প্রসঙ্গে, রাজস্থানের কৃষি মন্ত্রী জানান,
“গত ২৭ বছরের মধ্যে এই আক্রমণ ছিল সবচেয়ে বেশি ভয়াবহ”।