Home HEALTH ফুসফুস প্রতিস্থাপন রাজ্যে।

ফুসফুস প্রতিস্থাপন রাজ্যে।

785
0

প্রথম ফুসফুস প্রতিস্থাপন হল রোগির শরীরে। আর সে কাজটি করে নজির গড়লেন

এ রাজ্যের ডাক্তারবাবুরা।বড় সাফল্য রাজ্যের। বড় সাফল্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবারও।

সোমবার রাতেই শহর কলকাতার একটি  সুপার স্পেশালিটি হাসপাতালে চলে এই  কঠিন

অস্ত্রপচারটি । রাতভর চিকিৎসার পর মঙ্গলবার সকালে অপারেশন সম্পূর্ণ হয়।

হাসপাতালের তরফে জানানো হয়েছে দীর্ঘ কয়েকমাস যাবৎ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগি।

অবস্থার ক্রমশ  অবনতি হওয়ায় ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয় ডাক্তাররা।

সুরাত থেকে আনা হয় ফুসফুস।

অবশেষে দীর্ঘ চিকিৎসার পর সাফল্য পেলেন  চিকিৎসকরা।

হাসপাতালের তরফে জানানো হয়েছে শুধুমাত্র রাজ্যের নয়

পূর্ব ভারতের এটিই প্রথম ফুসফুস প্রতিস্থাপন।

চিকিৎসা পরবর্তী পরিস্থিতিতে রোগিও সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।