পার্থ চট্টোপাধ্যায় এর ষড়যন্ত্র প্রসঙ্গ। তাপস রায়ের মন্ত্রীত্ব না মেলার পর খানিক উষ্ণতা ।
আর এরই মাঝে আবার মদন মিত্রের সাফ সুতরো কথা, ষড়যন্ত্র কে করেছে , সেটা বলে দেওয়া উচিত।
ফলে তা নিয়ে রাজ্য রাজনীতি খানিক তোলপাড় হবেই এটাই স্বাভাবিক।
তাপস রায়ের পর পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্র মন্তব্য নিয়ে বিস্ফোরক মদন মিত্র। তাপস রায় মন্তব্য প্রসঙ্গে তিনি এড়িয়ে গেলেও , মদন বাবুর সাফ কথা ষড়যন্ত্র কে বা কারা করছে তাদের নাম পার্থ বাবু বলে দিন।
২৩ মাস জেলে কাটিয়েও তিনি যে মুখে ষড়যন্ত্রের কথা আনেন নি তাও স্পষ্ট করেছেন।