সুরজিৎ দাস : নিজের রেকর্ড নিজেই ভাঙছে মহারাষ্ট্র।
এদিন একদিনে সবথেকে বেশি করোনা আক্রান্তের খবর এসেছে মহারাষ্ট্র থেকে।
শুধু মুম্বইতেই এক দিনে ১,৩৫৪ জন আক্রান্ত হয়েছেন করোনায়।
মুম্বইতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৯০ হাজারে।
আক্রন্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে পুণে, থানে, নাসিক, ঔরঙ্গাবাদ, নবি মুম্বই এর মতো শহর গুলিতে৷
এদিন শুধু মুম্বইতেই ১২৭ জন মারা যান।
যাদের মধ্যে ৭৩ জন করোনা ও ৫৪ জন কোভিড কো-মরবিটিডি অন্তর্ভুক্ত।
১৩ জুলাই থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার৷
তাই এখন দেখার আর কতোদিন লাগবে মহারাষ্ট্র এর করোনাকে জয় করে স্বাভাবিক ছন্দে ফিরতে।