ষষ্ঠ দফা নির্বাচনের দিন আসানসোলে জনসভা করলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে কৃষি আইন নিয়ে বলতে শোনা গেল নেত্রীকে।
এদিন তিনি বলেন,
কৃষি আইন বাতিল করতে হবে।
ব্যাঙ্ক, বিমার বেসরকারিকরণ করে দিচ্ছে বিজেপি।
বিজেপির জন্য ১০ কোটি মানুষ এখন বেকার বলে অভিযোগ তার।
তাই বাঙালি-অবাঙালিকে জোট বাঁধতে আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি জানান,
প্রতিবছর ৫ লক্ষ টাকা করে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে পরিবারের জন্য।
বিনা পয়সায় রেশন আগামী দিনে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি মমতার।
“তৃণমূল কংগ্রেস না জিতলে খাদ্য, চাকরি, শিক্ষা কিছুই পাবেন না,
তৃণমূল কংগ্রেস জিতলে সব পাবেন”- এই বলে ভোট প্রার্থনা তৃণমূল সুপ্রীমোর।
এছাড়া মহিলা সুরক্ষার কথাও বলেন তিনি।
সঙ্গে তিনি জানান,
মা-বোনদের জন্য তৃণমূল কংগ্রেস ৫০০-১০০০ টাকা মাসে মাসে হাত-খরচার ব্যবস্থা করবে।
সঙ্গে উপযুক্ত করোনা বিধি মেনে ভোটগ্রহন করার কথাও বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।