শাহরুখ পুত্রের মামলায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
”আরিয়ান খান জেলে, মুখ্যমন্ত্রী কেন নিশ্চুপ” সরব হয়েছেন অধীর বাবু।
সোমবার বহরমপুরে এক অনুষ্ঠানে যোগ দেন অধীর বাবু।
মূলত লাখিমপুর খেরির ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের তরফে বহরমপুরে গান্ধী মূর্তির কাছে প্রতীবাদ মঞ্চ গড়ে তোলা হয় সোমবার।
তবে সেখান থেকেই শাসকদলকেও একহাত নিলেন অধীর বাবু।
তিনি প্রশ্ন করেন, শাহরুখ খানের পরিবারের সঙ্গে যে অন্যায় হচ্ছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন?
এছাড়াও তিনি দাবি করেছেন, শাহরুখ খানকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী।
তবে শাহরুখের প্রয়োজনে তিনি চুপ করে রয়েছেন।
তিনি জানান, আরিয়ান খানের সঙ্গে খারাপ হচ্ছে।
আরিয়ান খানকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি মাদক মামলায় আটক করা হয়েছে শাহরুখ পুত্রকে।
আরিয়ান ছাড়াও আটক হয়েছেন আরও ২০ জন।
মুম্বাইয়ের একটি বিলাস বহুল ক্রুজ থেকে তাকে আটক করা হয়।
বর্তমানে ১৪ দিনের জেল হাফাজতে রয়েছে আরিয়ান।