Home SPORTS বাঙাল ব্রিগেডকে শতবর্ষের শুভেচ্ছা ম্যান ইউ এর

বাঙাল ব্রিগেডকে শতবর্ষের শুভেচ্ছা ম্যান ইউ এর

177
0

চলতি বছর শতবর্ষে পদার্পন করেছে লাল-হলুদ বাহিনী।

তাই এবার ইস্টবেঙ্গলকে শতবর্ষের অভিনন্দন জানাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

একইসঙ্গে ISL খেলার জন্যও লাল-হলুদকে শুভেচ্ছা জানিয়েছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব।

ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন ম্যান ইউয়ের ট্যুর ডিরেক্টর ক্রিস্টোফার কোমেন।

সেখানে কোমেন জানিয়েছেন যে,

শতবর্ষে পদার্পন করার জন্যে ইস্টবেঙ্গলকে ম্যান ইউ এর তরফে অভিনন্দন জানানো হচ্ছে।

তাছাড়া,চলতি বছর ISL খেলার জন্যও শুভেচ্ছা জ্ঞাপন করেন কোমেন।

সোমবার রাতের দিকে চিঠির একটি অংশ পোস্ট করা হয় ইস্টবেঙ্গলএর অফিসিয়াল ফেসবুক পেজে।

এছাড়া, ম্যান ইউ’কে পালটা ধন্যবাদও জানান লাল-হলুদ কর্তারা।

Previous articleকরোনায় মারা গেলেন সমাজবাদী পার্টি লিডার
Next articleপ্রস্তুতির দ্বিতীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন