বুধবার তৃণমূলে যোগদান দেওয়ার কথা ছিল ক্রিকেটার মনোজ তিওয়ারির।
হুগলির সাহাগঞ্জে তৃণমূলের জনসভায় এসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন মনোজ।
তিনি সভায় জানান,
বিজেপি তাকে তাদের দলে যোগদানের প্রস্তাব দিয়েছিল ।
কিন্তু সে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
কারন হিসেবে তিনি জানান,
বিজেপির মতামতের সঙ্গে মিলে না তার মতামত।
এছাড়াও তিনি জানান,
ধর্মনিরপেক্ষতার কারনের জন্যই বিজেপির দেওয়া প্রস্তাব তিনি স্বীকার করননি।
একইসঙ্গে তিনি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও জানালেন তিনি।
মনোজ জানিয়েছেন,
হাঁটুর চোটের জন্য দুবছর আইপিএল খেলবেন না তিনি।
৩৫ বছরে দাঁড়িয়ে পরবর্তীকালে আবার ক্রিকেটে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই বলেই জানান তিনি।
উল্লেখ্য,
রাজনীতিতে যোগদানের সেরা সময় এখন বলে মনে করে তিনি।
এরপরই মুখ্যমন্ত্রী তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।
মনোজ দুহাত দিয়ে দিদির পা ছুয়ে আশীর্বাদ নেন।
সম্প্রতি এইদিনের সভাতেই বিজেপিকে আক্রমণ করতে থাকে তিনি তার কথার মাধ্যমে ।