মাস্ক বিলি করলেন তৃনমূলের নেতারা , আর সামাজিক দূরত্ব ভাঙলেন মানুষ। করোনা ঠেকাতে করোনা
বিধিকে প্রায় বৃদ্ধাংগুল দেখিয়ে ছাড়লেন নেতারা।অশোকনগর বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছিল এই মাস্ক বিতরন সভা।
হাজির ছিলেন তৃণমূল প্রার্থী নারায়ন গোস্বামী ও অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রশাসক প্রবোধ সরকার।
বৃহস্পতিবার বেলা দশটা থেকে অশোকনগর স্টেশনের কাছে রোড সংলগ্ন বাস স্ট্যান্ডে এই কর্মসূচী করা হয় ।
বেশ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার ।
তবে স্যানিটাইজার নিতে সাধারণ মানুষের দূরত্বসীমা না থাকার জমাটি ভিড়ের চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় ।
মাস্ক ও স্যানিটাইজার বিতরণের পদ্ধতি নিয়ে স্বভাবতই উঠছে প্রশ্ন ।