Home DISTRICTS শতবর্ষ উৎসবে মথুরাপুর হাইস্কুল

শতবর্ষ উৎসবে মথুরাপুর হাইস্কুল

286
0

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :- পরাধীন ভারতবর্ষে সুন্দরবন এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রামনগরে শিক্ষানুরাগী নিতাই কুরুই ও সুভাষ হালদারের উদ্যোগে ১৯২৩ সালে গড়ে ওঠে মথুরাপুর হাইস্কুল।

একদা ইংরাজি মাধ্যম হাইস্কুল ছিল। পরবর্তীকালে বাংলা মাধ্যম স্কুল হিসাবে পঠনপাঠন শুরু  হয়। মাধ্যমিক পর্যন্ত শুধুমাত্র বয়েজদের পঠনপাঠন হয়।

তবে উচ্চমাধ্যমিক কো- এডুকেশন। এই স্কুলের কৃতী ছাত্রদের তালিকা দীর্ঘ। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাতুয়া, বিধায়ক সত্যরঞ্জন বাপুলি, অডিটর জেনারেল জ্যোতির্ময় মণ্ডল দের মতো কৃতীদের নাম জড়িয়ে এই বিদ্যালয়ের সঙ্গে ।

রবিবার স্কুলের শতবর্ষ উৎযাপন হল আড়ম্বরের সাথে । এই অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন ছাত্র- ছাত্রীরা অংশ নেন। শতবর্ষ উৎসবের সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

করোনা বিধি মেনে এদিন ছিল পড়ুয়াদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান শিক্ষক অবনী পাত্র ও শতবর্ষ কমিটির চেয়ারম্যান প্রণব গায়েন স্কুলের অতীত থেকে বর্তমান তুলে ধরেন।

সুন্দরবন এলাকায় শিক্ষা বিস্তারে এই স্কুল আগামী দিনেও আরো অনেক পদক্ষেপ নেবে বলে জানালেন তাঁরা।

Previous article২২ এ নয়া অঙ্গীকার বসাক ইন্টেরিয়রস এর
Next articleহেঁসেল থেকে খেলার মাঠে