সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ৮ কিলোমিটার দূরে ঈগল নেস্ট।
তিন একর জমির ওপর গড়ে তোলা হয়েছে এমন আস্তানা ।
দুই তিন দিনের জন্য ঘুরে দেখে যেতেই পারেন এমন ঠিকানায় ।
হিমালয়ের কোলে জঙ্গলে ঘেরা ঠিকানা আপনাকে নতুন জীবনের স্বাদ দেবেই।
ঈগল নেস্টে যাবার বাড়তি পাওনা যদি সময় সূচি ঠিক থাকে তাহলে বাইচুং ভুটিয়ার সঙ্গে ট্রাকিং করার সুযোগ মিলবে।
কোন গাল-গল্প নয় , সত্যি। যদি সময়সূচী ঠিকঠাক মিলে যায় তাহলে
এই দুর্দান্ত সুযোগ পাওয়া যাবে। এই জায়গাটি প্রকৃতিপ্রেমী ,
এছাড়া যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য অত্যন্ত প্রিয়।
ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া নিজের বাড়ির সঙ্গেই লাগোয়া এই হোম স্টে তৈরি করেছেন, পর্যটকদের জন্য।
৮ জন একসঙ্গে থাকতে পারেন এই হোমস্টে। পর্যটকদের ভিড় বেড়ে গেলে বাইচুং ভুটিয়া নিজের ঘরের দুটো রুম থাকার জন্য পর্যটকদের দিয়ে দেন।
ঈগল নেস্ট যথেষ্ট ব্যয়বহুল থাকবার জন্য, তবে প্রাকৃতিক পরিবেশে এতটাই মনোরম যে পর্যটকদের বিশেষ আকর্ষণীয় এই স্থান।
এখানে যাওয়ার সবচেয়ে ভালো সময় মার্চ থেকে এপ্রিল মাস, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস।
এই জায়গার খুব একটা প্রচার এখনো পর্যন্ত হয়নি, অনেকেই জানেন না এই অপরূপ সুন্দর জায়গার নাম।
সাধারণত ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় ঈগল নেস্ট এর প্রচার হয়ে থাকে। হঠাৎ কেন পর্যটন ব্যবসায় বাইচুং ভুটিয়া এই প্রশ্ন ভারতীয় ফুটবলের আইকন কে জিজ্ঞাসা করা হলে , তিনি এর উত্তরে জানান সব সময় নতুন কিছু করার ইচ্ছে থাকে তার। সেই কারণেই তিনি পর্যটন ব্যবসায় নেমেছেন।
এখানকার স্থানীয় খাবার পর্যটকদের নজর কাড়ে। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে গ্যাংটক পর্যন্ত যাবার পর, গ্যাংটক থেকে অনায়াসেই চলে যাওয়া যাবে স্বপ্নের জায়গা ঈগল নেস্টে।