Home HEADLINE STORY বাজেটে চোখ মধ্যবিত্তের

বাজেটে চোখ মধ্যবিত্তের

137
0

আজ বাজেটে চোখ থাকবে মধ্যবিত্তের। আগামী লোক সভা নির্বাচনের আগেই দ্বিতীয় দফার মোদি সরকারের  শেষ পূর্ণাংগ বাজেট পেশ চলতি আর্থিক বছরের । প্রসংগত উল্লেখ্য আগামী বছর দেশের ৯ টি রাজ্যের বিধান সভা নির্বাচন হওয়ার কথা। ফলে মোদি সরকার জনমুখি বাজেট করবেন এটাই প্রত্যাশার।

নারী ও শিশু দের প্রাধান্য দেওয়ার পাশাপাশি , সাধারন মধ্যবিত্তের কর ছাড়ের ওপর বিশেষ নজর দেবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। এছাড়াও মধ্যবিত্তের সার্বিক জীবন যাপনের ওপর প্রভাব পড়ে এমন বেশ কিছু বিষয় নিয়ে অর্থ মন্ত্রক সিদ্ধান্ত নিতে পারে বলেও মনে করা হচ্ছে।

কৃষি ক্ষেত্রেও ব্যাপক ছাড় , আর সঙ্গে কৃষান ক্রেডিট কার্ডের আরো সীমা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

বুধবার সকালেই লাল শাড়িতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেখা করে এসেছেন দেশের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এরপর ই কেবিনেট মিটিং এ যোগদান। আর ঠিক পর বাজেট পেশ অনুষ্ঠান।

তবে আগামী নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রক যে বাজেট পেশ করবে, তাতে মধ্যবিত্তের জীবন যাত্রায় খানিক স্বস্তির নিশ্বাস পড়বে এমনটাই আশায়।

Previous articleকুল ই যখন আপেল !
Next articleআয় ৭ লাখ-ছাড় পুরো!