Home DISTRICTS ঝিলের জলে জমছে ভিড়

ঝিলের জলে জমছে ভিড়

323
0

শীত পড়তেই ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন পাকুড়তলা ঝিলে পরিযায়ীদের ভিড়। বিগত কয়েকবছর ধরে ঠান্ডার মরশুমে পরিযায়ীরা ভিড় জমায় এই ঝিলে। এবারেও তার অন্যথা হল না।

কখনও দলবদ্ধ, কখনও আপন মনে পাকুড়তলা ঝিলে সাঁতরে বেড়ায় দেশ-বিদেশের পক্ষীকূল। হুইসিলিং ডাক, পারপেল সোয়াম হেন সহ নানাবিধ পাখি এই ঝিলে শীতকালীন আস্তা গাড়ে।

তবে এবছর অগুন্তি পাখির মধ্যেই আমাদের ক্যামেরায় একটি পার্পল হেরন অর্থাৎ বেগুনী বক ধরা পরেছে। বিশেষ ধরণের এই বক মূলতঃ আফ্রিকা ছাড়াও, মধ্য এবং দক্ষিণ ইউরোপের পাশাপাশি দক্ষিণ ও পূর্ব এশিয়ায় এই পাখি দেখতে পাওয়া যায়।

পরিযায়ীদের নিয়েই এখন মেতে রয়েছেন ওই এলাকার মানুষ। তবে পাকুতলা ঝিল ক্রমশই কচুরি পানাতে ভরাট হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক বছর পরিযায়ীদের আসার সংখ্যা ক্রমশই কমছে। সেজন্য স্থানীয়দের দাবি রেল এই ঝিল পরিস্কারের ব্যবস্থা করুক।