সকাল ৮ টা নাগাদ ভারতীয় বি এস এফ এর গুলিতে ওই জঙ্গির মৃত্যু হয়।
কাশ্মীর পুলিশ হেডকোয়ার্টারে খবর পৌছায়, ব্যাপারটি ক্ষতিয়ে দেখার নির্দেশ এসছে ওপরমহল থেকে।
অপর দিকে কাশ্মীরের একাংশ যেভাবে জঙ্গিদের সাহায্য করত সেই সাহায্য আর পারছেনা জঙ্গি সংগঠনগুলি।
যার ফলে সন্ত্রাস মুক্ত করতে আরও সুবিধা হচ্ছে ভারতীয় সেনার ।
কাশ্মীরও চাইছে না কোনো সন্ত্রাস কে প্রশ্রয় দিতে।
কাশ্মীর শান্তি চাইছে। ফলে হালে পানি পাচ্ছে না জঙ্গিরা।
তাই এইভাবে ফের নিজেদের সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলি।