July 29, 2021

ফের মিশন – কুঁকড়াহাঁটি, ত্রান কাঁধে ৯৫ এর দল

এখনো স্মৃতিতে টাটকা ইয়শ এর তাণ্ডব। উত্তর ও দক্ষিন ২৪ পরগনার বিস্তীর্ন অঞ্চল সহ ,  মেদিনীপুর , দীঘার মানুষ  এখনও মনে করছেন

সেদিনের প্রাকৃতিক দুর্যোগের প্রবল ভাবে আছড়ে পড়ার দৃশ্য গুলো। ঝড় এখানে থেমে থাকে নি ।  ইয়শের  তান্ডবের পাশাপাশি ভরা কোটাল ভাসিয়ে

নিয়ে গেছে গ্রামের পর গ্রাম। মানুষ বাস্তুহারা হারা হয়েছেন । খিদের জ্বালায় কাটাতে হয়েছে বহু বিনিদ্র রাত ।  প্রকৃতির দাপটে অসহায়

মানুষগুলোর  পাশে দাঁড়ানোর কাজ করে চলেছেন কিছু মানুষ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ , মা সারদা আর স্বামিজীর আদর্শে অনুপ্রানিত বরানগর রামকৃষ্ণ

মিশনের ৯৫ সালের ছাত্রদের দলটি এবারেও মানুষের পাশে দাঁড়িয়েছেন । গোটা দলটাই পরস্পরের সঙ্গে হাতে হাত মিলিয়ে ইয়শের দাপটে দিশেহারা

মানুষগুলোর পাশে সামর্থ  অনুযায়ী পৌছে গিয়েছেন মিশন ৯৫ ওয়েলফেয়ার সোসাইটি। তাঁরা পৌছে গিয়েছিল পূর্ব মেদেনিপুর জেলার সুতাহাটা ব্লকের

কুঁকড়াহাঁটি অঞ্চলের কয়েকটি গ্রামে ।

মিশন৯৫ এরই  সদস্য ভাস্কর এর কাজের জায়গা পূর্ব মেদিনীপুর জুড়েই ।  ইয়শের পর গোটা অঞ্চলের মানুষের দুর্ভোগ ,

ক্ষতি চোখের সামনে দেখাটা

ছিল বড্ড কষ্টের। সেই বাকি বন্ধুদের নিয়ে , প্রাথমিক  আলোচনা শুরু করে।

এরপর ই মিশন ৯৫ এর সিদ্ধান্ত , তাঁরা পৌছে যায়    পূর্ব মেদেনিপুর

জেলার সুতাহাটা ব্লকের কুঁকড়াহাঁটির লাগোয়া গ্রাম গুলিতে। ৬ই জুন, প্রায় ২৫০ টি পরিবারের জন্য  mission95 এর পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়

চাল,মুসুর ডাল,চিড়ে,চিনি,ছোলা,বিস্কুটের প্যাকেট, মুড়ি, সোয়াবিন, সাবান,ORS, খাবার রাখার প্লাস্টিক কন্টেনার।

মহিলাদের জন্য ছিল, স্যানিটারি প্যাড আর নতুন কাপড়, বাচ্চাদের জন্য ছিল গুঁড়ো দুধের প্যাকেট।

প্রসঙ্গত উল্লেখ্য আম্ফানের সময়েও মিশন ৯৫ পৌছে গিয়েছিল কুলতলি অঞ্চলে।

মিরর নিউজের পক্ষ থেকে mission95 এর জন্য রইল অনেক শুভেচ্ছা ।

 

www.mirrornews.in  এর খবর সব সময় পেতে ডাউনলোড করুন আমাদের এন্ড্রোয়েড অ্যাপ ।

বাড়িয়ে দাও তোমার হাত ……।

কঠিন সময় এর মধ্যে দিয়ে চলতে হচ্ছে আমাদের। আমাদের মতো ছোট এই সংস্থা চালিয়ে নিয়ে যাওয়াটা প্রতিদিনের একটা চ্যালেঞ্জ।

পাশে থাকুন আপনিও।  কিউ আর কোডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন অথবা পেমেন্ট বাটন টিকেও ক্লিক করে ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড বা

ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন