শেষমেশ যাত্রা শুরু হল মিতালি এক্সপ্রেসের । বুধবার এন জে পি – ঢাকা মিতালি এক্সপ্রেস সকাল সাড়ে নটার সময় যাত্রা শুরু করল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে।
ট্রেনটি আবার আগামী কাল দুপুর তিনটের সময় ঢাকা থেকে এনজেপির উদ্দেশ্যে যাত্রা করবে।আপাতত সপ্তাহে দুদিন এন জে পি থেকে ঢাকা এবং ঢাকা থেকে এন জে পি যাত্রা করবে মিতালি এক্সপ্রেস ট্রেনটি।
সকাল থেকেই এন জে পি ষ্টেশনে চত্বরে ভিড় ছিল চোখে দেখার মতো। যাত্রী না না হয়েও অনেকেই ষ্টেশনে ভীড় করেছিলেন তাদের আত্মীয় এবং চেনা পরিচিতদের ছাড়বার জন্য,সকালেই ড্রাইভার এবং গার্ডকে মিষ্টি খাওয়ান যাত্রীরা।
উপস্থিত ছিলেন উত্তর পূর্ব রেলের আসিষ্টান্ট ম্যানেজার জয়প্রকাশ দুবে এবং রিজিওনাল ম্যানেজার অমিত সিংহল।এদিন মিতালি এক্সপ্রেসের গার্ড পতাকা তুলে ট্রেনটির যাত্রার সূচনা করেন।
জানা গেছে আপাতত 14ঘন্টা লাগবে এই ট্রেনের তার গন্তব্যস্থলে পৌছাতে। মাঝখানে ষ্টপেজ থাকলেও যাত্রীরা সবাই ঢাকা ষ্টেশনেই নামবেন বলে জানতে পারা গেছে।
আপাতত এন জে পি ঢাকার মাঝে কোন টিকিট দেওয়া হচ্ছে না।