নয়া বাজেট নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ।
কিন্তু এরই মাঝে নয়া বাজেটের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই নয়া বাজেট সাধারণ মানুষের কর্মসংস্থান ও বিনিয়োগের সম্ভাবনা বলে মন্তব্য করলেন।
প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটে সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবা হয়েছে। এই বাজেট উন্নয়নমুখী।
এই বাজেটে স্বাস্থ্য থেকে শিক্ষা, ও পরিকাঠামো সবকিছুতেই গুরুত্ব আরোপ করা হয়েছে।
মা গঙ্গা পরিষ্কার এর পাশাপাশি এই বাজেটে কৃষকদের জন্য উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কৃষককে লাভজনক করা এবং নতুন দিশা দেখানোর সুযোগ রয়েছে এই বাজেটে।
নতুন বাজেটে কৃষকরা আর্থিকভাবে সচ্ছল হবে মনে করছেন প্রধানমন্ত্রী।
এছাড়া ডিজিটাল মুদ্রা 5g পরিষেবা প্রতিটা ক্ষেত্রেই আধুনিকতা আসবে জীবনে।
অতিমারির এর কথা উল্লেখ করে মোদি বলেন, 100 বছর পরে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল,
তা নিয়ে বিকাশের নতুন বিশ্বাস নিয়ে এসেছে এবারের বাজেট।
কিন্তু কীভাবে কর্মসংস্থান হবে কোথায় বিনিয়োগ হবে তা নিয়ে অবশ্য কিছু বলেননি প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী বলেন এই বাজেট আত্মনির্ভর ভারত গড়ার পক্ষে নয়া পদক্ষেপ।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2022-23 এর নয়া বাজেট তৈরীর জন্য শুভেচ্ছা জানান
অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনকে।
বাজেট এক নজরে!
1. 60 লক্ষ নতুন চাকরির সুযোগ।
2. বাড়ি বাড়ি জল দেওয়ার প্রকল্পের 60 হাজার কোটি
টাকা বরাদ্দ।
3. বেসরকারি উদ্যোগে দেশে চালু হবে 5g ইন্টারনেট পরিষেবা।
4. প্রতিরক্ষা সরঞ্জাম এর 68% কেনা হবে দেশীয় সংস্থা থেকে।
5. 2025 এর মধ্যে সব গ্রামগুলিতে অপটিক্যাল ফাইবার পৌঁছে যাবে।
6. রেলে পিপিপি মডেল এ বাড়তি গুরুত্ব দেওয়া হবে
7. ই গাড়িতে বিশেষ জোর দেওয়া হবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশের মধ্যেই
গাড়ির ব্যাটারি তৈরি হবে।
8. ই পাসপোর্ট এর দিকে জোর দেওয়া হবে।
9. দেশের 75 টি জেলায় চালু করা হবে ডিজিটাল ব্যাংক।
10. ডিজিটাল রূপি আনবে রিজার্ভ ব্যাংক।
11. করোনায় জেরে স্কুল বন্ধ পড়ুয়াদের জন্য ওয়ান ক্লাস ওয়ান চ্যানেল।
12. আবাস যোজনার মাধ্যমে 80 লক্ষ বাড়ি তৈরীর প্রকল্পের 47 হাজার কোটি টাকা বরাদ্দ।
13. এম এস পির জন্য 2.73 লক্ষ কোটি টাকা বরাদ্দ।
14. দেশের চার জায়গায় মাল্টি মডাল লজিস্টিক পার্ক তৈরি হবে।
15. তিন বছরের মধ্যে 400 বন্দে ভারত ট্রেন।
16. উত্তর-পূর্বের জন্য দেড় হাজার কোটির নয়া প্রকল্প ।
17. জিএসটি বাবদ 1 লক্ষ 40 হাজার কোটি টাকা আদায় ।
18. মিলেট শস্য ব্র্যান্ডিংয়ের বিশেষ জোর
19. গঙ্গার উপত্যকায় রাসায়নিক মুক্ত চাষ হবে
20. পিপি মডেলে পর্বতমালা প্রকল্পে পরিকাঠামো নির্মাণ কুড়ি হাজার কোটির ঘোষণা
21. দেশের মধ্যেই তৈল বীজ উৎপাদনের ওপর জোর
22. নতুন করে সেচের আওতায় 9.5 হেক্টর কৃষিজমি
23.10.30 লক্ষ্য এমএসএমই ঋণের সুবিধা
24 করোনার মানসিক অসুস্থতার জন্য ট্রলি মেন্টাল হেলথ প্রকল্পে 23 টি হেল্প সেন্টার।
25. ন্যাশনাল পেনশন যোজনা সামঞ্জস্য আনার উদ্যোগ
30. ডিজিটাল সম্পত্তি লেনদেনের 30% আইকর