July 29, 2021

যশ এর জন্য মাইকিং প্রচারে সুন্দরবনে NDRF

যশ মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় পৌছে গিয়েছে NDRF এর  টিম। তাঁরা কয়েকদিন ধরে ঝড়ের আগাম

সতর্কবার্তা জানিয়ে  প্রচারও করছে । বিভিন্ন জেলা গুলির মতো  উওর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া ব্লক সন্দেশখালি হিঙ্গলগঞ্জ

সহ ১০ টি ব্লকএও চলছে NDRF এর লাগাতার মাইকিং ।     যশ মোকাবেলা করার জন্য

সবরকম প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

কোনো রকম ত্রুটি রাখার চেষ্টা করছে না প্রশাসন ।  জলের পাউচ তৈরির মেশিন যেমন আগে থেকেই পৌছে গিয়েছে সুন্দরবন অঞ্চলে ,

এর পাশাপাশি  সন্দেশখালিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা  দলের 27  জনের একটি দল নদী ও স্থলপথে সুন্দরবনের মানুষকে সতর্ক করছেন।

দলের ইন্সপেক্টর প্রবোধকুমার নেতৃত্বে রায়মঙ্গল কালিন্দী ছোট  কলাগাছি নদীতেও  সতর্কতায় মাইকিং প্রচার করছে তাঁরা ।