স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি : ভারতের দুই প্রতিবেশী দেশ শ্রীলংকা এবং নেপালের আর্থিক সংকট তুঙ্গে। তবে শ্রীলঙ্কা থেকে নেপালের পরিস্থিতি কিছুটা ভাল। নেপালে আর্থিক মন্দা চলছে বর্তমানে। যার প্রভাব পড়েছে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের ব্যবসায়। উত্তরবঙ্গের সঙ্গে নেপাল ব্যাবসায়িক দিক থেকে ওতপ্রোত ভাবে জড়িত। তাই নেপালের আর্থিক মন্দার কারণে তার প্রভাব শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের ব্যবসায়ীর উপর পড়েছে।
শিলিগুড়িকে নেপালের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। নেপাল থেকে প্রচুর লোকজন শিলিগুড়িতে জিনিসপত্র কেনার জন্য এসে থাকেন। আর্থিক মন্দার কারণে এখন খুব একটা নেপাল থেকে লোকজন আসছে না, সেই কারণে ব্যবসায়িক মন্দার মধ্যে চলছে শিলিগুড়ি।
ভারত থেকে নেপালে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রফতানি হত। নেপালে বর্তমানে ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে আছে। সেই কারণে আর নিত্য প্রয়োজনীয় জিনিস নেপালে রফতানি করা যাচ্ছে না। এছাড়া নেপাল থেকেও কিছু কিছু জিনিস আমদানি হত শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল আদা , নেপালের আর্থিক মন্দার কারণে ওই সমস্ত জিনিস আমদানী হচ্ছে না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্যের উপর প্রভাব পড়ছে নেপালের আর্থিক মন্দা।
বাংলা তথা ভারত থেকে প্রচুর পর্যটক পর্বতবিশিষ্ট সুন্দর দেশ নেপালে ঘুরতে যান। ঠিক সেইরকম নেপাল থেকে প্রচুর পর্যটক বাংলা তথা ভারতে আসেন। এই আর্থিক মন্দার কারণে নেপাল থেকে এখন আর পর্যটক বাংলায় আসছে না, এই বিষয়ে জানিয়েছেন শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ীরা। যার প্রভাবও পড়ছে উত্তরবঙ্গের ব্যবসার উপর।