Home HEADLINE STORY পাক ক্যাবিনেটের নয়া নির্দেশিকা ঘিরে শোরগোল

পাক ক্যাবিনেটের নয়া নির্দেশিকা ঘিরে শোরগোল

337
0

ডেস্ক মিরর, ইসলামাবাদ : আর প্রধানমন্ত্রী নন ইমরান খান। ইতিমধ্যেই তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি একাধিক সংবাদ মাধ্যমের। পাক সংবাদ সূত্রের খবর পাকিস্তানের ক্যাবিনেট সচিবালয়ের তরফে ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও এর পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনো উত্তর দেননি ইমরান।

প্রসঙ্গত রবিবারেই আস্তা ভোটকে কেন্দ্র করে পাক সংসদে নাটকীয় মোড় দেখা যায়। এই ঘটনার পরে ইমরান খান আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়েছিলেন, মানুষের হাতে যেন অধিকার দেওয়া হয় নিজের দেশের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার। এমনকি এর সঙ্গে এদিন তিনি প্রেসিডেন্টের কাছে সংসদ ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছেন।

ইমরানের আর্জিতে সাড়া দিয়ে পাক প্রেসিডেন্ট  আরিফ আলভী পাক সংসদ ভেঙে দেন এবং আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেন। যদিও অন্যদিকে এই ঘোষণার পরে পাকিস্তানের ক্যাবিনেট সচিবালয়ের তরফে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রসঙ্গত বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে ৩ মার্চ ভোটাভুটি হওয়ার কথা ছিল। যার দিকে গোটা বিশ্বের নজর ছিল। কিন্তু এদিনই রাজ্য রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন দেখতে পেল বিশ্ববাসী। অনাস্থা প্রস্তাব অনুযায়ী ভোটাভুটি হওয়ার কথা থাকলেও ডেপুটি স্পিকার কাশিম সুরি  জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক এবং ঝুঁকিপূর্ণ। এই যুক্তি দেখিয়ে কার্যত এই প্রস্তাব খারিজ করে দেন তিনি। ফলে আস্থা ভোট কার্যত খারিজ হয়ে যায় সংসদে। যদিও এখনও বিরোধীরা আস্থাভোটে দাবিতে বহাল রয়েছেন।

Previous articleফের অনুব্রতকে তলব সিবিআইয়ের
Next articleফিরিয়ে দিল হাওড়া সিটি পুলিশ