এইবার নয়া সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
লোকাল ট্রেনে রবি ঠাকুরের গান শোনা যাবে।
ট্রাফিক সিগন্যালে আগেই রবীন্দ্র সঙ্গীত শোনা গিয়েছিল।
এবার লোকাল ট্রেনেও শোনা যাবে রবীন্দ্রসঙ্গীত এমনটাই জানিয়েছে ভারতীয় রেল।
পূর্ব রেল জানিয়েছে এখন আপাতত ভাবে ৮টি কামড়ায় এই সিস্টেম চালু হয়েছে।
ট্রনের প্রতিটা কামড়াতে অ্যানাউন্সিং সিস্টেম রয়েছে।
সেখান থেকেই বাজবে রবীন্দ্র সংগীত।
পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ডিআরএম সঞ্জয় কুমার সাহা জানান অনেক যাত্রীকে ভিড়ের মধ্যে লম্বা পথ অতিক্রম করতে হয়।
সেখানে বিরক্ত হন অনেকেই।
অনেকে একঘেয়েমি হয়ে পড়েন। .
আবার কেউ কেউ নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু করে দেয়।
মোবাইল নিয়ে থাকা ছাড়া আর কিছু উপায় থাকেনা।
সেই জায়গাতেই মানুষের মনোরঞ্জনের জন্য এবং একঘেয়েমি কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা।
যদিও বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় রেলের এই পরিবর্তনে রাজনীতির গন্ধ পাচ্ছে শাসক দল।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ট্রাফিক সিগনালে চালু হয় রবীন্দ্র সঙ্গীত বাজানো।
ট্রেনের মধ্যে রবীন্দ্র সংগীত বাজানোর মধ্যেও রাজনীতি খুঁজে পাচ্ছেন অনেকেই।
এই প্রসঙ্গে হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা বলেন এটা সম্পূর্ণ যাত্রীদের কথা ভেবে একটা ভালো কাজ ভারতীয় রেলের।
এছাড়াও তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পকে শাসকদল নিজের বলে চালায়।