Home GADGET সামসং টিভিতে নয়া গুগোল ফিচার

সামসং টিভিতে নয়া গুগোল ফিচার

173
0

প্রথমবার সামসং টিভিতে গুগোলের নয়া ফিচার।

সামসংয়ের নয়া স্মার্ট টিভিতে যুক্ত হতে চলেছে গুগল অ্যাসিসটেন্ট।

সামসংয়ের ২০২০ মডেলে থাকবে এই ফিচার।

সামসং 2020 4K and 8K QLED, Crystal UHD TV’s, Frame and Serif sets, Sero and Terrace মডেলে উপলব্ধ থাকবে এই ফিচার।

এই সেট গুলিতে রিমোটের মাধ্যেমেই চালনা করা সম্ভব হবে গুগোল অ্যাসিসটেন্ট।

রিমোটের সঙ্গে সংযুক্ত মাইকের দ্বারা পরিচালিত হবে গুগোলের এই ফিচার।

গুগোল অ্যাসিসটেন্টের দ্বারাই চ্যানেল পরিবর্তন, সাউন্ড পরিচালনা প্রভৃতি সমস্ত টিভি সম্পর্কিত কাজ করাও সম্ভব হবে।

তবে সর্বপ্রথম এই ফিচার উপভোগ করতে পারবে ইউএস।

এরপরই বাকি দেশগুলিতে রিলিজ করা হবে এই টিভি গুলি।

Previous articleফের রাজ্যে গাঁজা উদ্ধার
Next articleমুর্শিদাবাদে গঙ্গায় তলিয়ে মৃত একাধিক শিশু কিশোর