Home HEADLINE STORY নতুন জার্সি গায়ে চাপালেন মেসি

নতুন জার্সি গায়ে চাপালেন মেসি

15
0

২১ বছরের সম্পর্ক কে পেছনে ফেলে শেষ পর্যন্ত নতুন দলে যোগ দিলেন লিওনেল মেসি।

সর্বকালের অন্যতম সেরা এই আর্জেন্টাইন ফুটবলার গতকাল ফরাসি দল প্যারিস সেন্ট জার্মান এ তে যোগ দেন।

 

২০০০সাল থেকে তার স্বপ্নের স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তেই তার বেড়ে ওঠা।

এই মরশুমেও যে সে বার্সেলোনা তেই থাকবেন তাও প্রায় পাকা ছিল তবে স্প্যানিশ লীগ এর অর্থনৈতিক নিয়ম এর মারপ্যাচে তা করা সম্ভব হয়নি।

 

চোখে জল নিয়েই ৮ই অগাস্ট সাংবাদিক সম্মেলন এ তে লিও নিজেই তার বার্সেলোনা ছাড়ার খবরে সিলমোহর দেন।

তার নতুন ক্লাব নিয়ে সেইদিন থেকেই জল্পনা ছিল তুঙ্গে।

 

মেসি কে সই করানোর জন্যে প্যারিস সেন্ট জার্মান সবার আগে থাকলেও ম্যানচেস্টার সিটির মতন হেভিওয়েটরাও তাকে সই করতে আগ্রহী ছিল।

 

এইসকল জল্পনার অবসান ঘটিয়ে ৭ই অগাস্ট ফরাসি রাজধানী ,প্যারিস এ তে গিয়ে পৌছান লিও মেসি।

 

তাকে সম্বর্ধনা দিতে বিমানবন্দরে পৌছায় অগণিত ফরাসি বাসিন্দা।শহর জুড়ে তার আগমনে এক সাজ-সাজ রব যায়।

আটকে পরে ফরাসি রাজধানীর একাধিক অংশ।

 

ফরাসি সময় অনুযায়ী ৮ই অগাস্ট তার ‘মেডিকেল ক্লিয়ারেন্স সার্ফিকেট’- এর পরীক্ষা দেন মেসি ও তার পরেই প্যারিস সেন্ট জার্মান এর  পক্ষ থেকে মেসি কে সই করানোর কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হয়।

 

প্যারিস সেন্ট জার্মান এর জার্সি পরে তাদের মাঠ  ঘুরে দেখেন মেসি।

 

এর আগেই ,এই বছরের ট্রান্সফার উইন্ডো তে সের্গিও রামোস,উইনালদোম ও ডোনারুম্মার মতন বহু হেভিওয়েট কেই

সই করিয়েছে প্যারিস সেন্ট জার্মান।তার ওপর নতুন করে মেসির সংযোজন যে তাদের দলগত বল আরো বহু গুন্ বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য।

 

নেইমার,এম্বাপে ,ডিমারিয়া দের দল ,বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দল বলে মনে করতে শুরু করে দিয়েছেন পৃথিবীর বহু ফুটবল বিশেষজ্ঞই।

 

এই বহু শক্তিশালী দল ও মেসি কতটা সাফল্য লাভ করতে পারে সেটা  মুখিয়ে গোটা ফুটবল বিশ্ব।

 

Previous article‘Wanderlust’ নিয়ে সব্যসাচী দুনিয়ার নজরে।দেশীয় ডিজাইনের সঙ্গে সখ্যতায় H&M
Next articleভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ ।