Home HEADLINE STORY বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ – ভারতের দখলে সোনা

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ – ভারতের দখলে সোনা

564
0

ডেস্ক মিরর, তুরস্ক : ভারতে মুকুটে আরও এক সোনার পালক। বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ছিনিয়ে নিলেন ভারতের নিখাত জারিন। তুরস্কের ইস্তানবুলে এবছর এই চাম্পিয়নশিপ আয়জন করা হয়। ৫২ কেজির বিভাগে থাইল্যান্ডের প্রতিযোগীতে হারিয়ে সোনা জেতেন নিখাত।

ভারতের মহিলা বক্সিঙয়ের ইতিহাস বরাবরি উজ্জ্বল। এর আগে চারজন ভারতীয় মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন, তারা হলেন মেরি কম, সরিতা বিবি, জেনি আরএল ও লেখা কেসি। এবারের চ্যাম্পিয়নশিপে নিখাত ছাড়াও ভারতের আর দুই মহিলা বক্সার মনিশা ও পারভিন ব্রোঞ্জ জিতেছেন।

এর আগে ২০১৯ সালে রাশিয়াতে এই চ্যাম্পিয়নশিপ আয়জন করা হয়েছিল। সে বছর একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতেছিল। এবছরের টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩৬টি মেডেল জিতেছে ভারত।